তালায় জাতীয় গণহত্যা দিবস পালন

0
392

সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (২৫ মার্চ) সকালে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপ-শহরে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিতে ¡এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ।
এছাড়া দিনটি উপলক্ষে উপজেলার জালালপুর স্মৃতিস্তম্ভ, পারকুমিরা বধ্যভূমি ও বাতুয়াডাঙ্গাসহ উপজেলার বিভিন্ন স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here