স্বপন বিশ্বাস মাগুরা প্রতিনিধি:
মাগুরা শহরের শিবরামপুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে । বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম টগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-১০ এর সংসদ সদস্য কামরুল লায়লা জলি । বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রনজিত মজুমদার, সদর উপজেলা শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস। বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার এস এম মাজেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র সাহাসহ অন্যরা।এ সময় অতিথিবৃন্দ শিশুদের হাতে ক্রিড়া অনুষ্ঠানের পুরস্কার তুলে দেন।
সভার প্রধান অতিথি কামরুল লায়লা জলি এমপি এক সময় শিবরামপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ার কথা স্মৃতি চারণ করে জানান- বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে ব্যাপক কর্মসূচী চালাচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি শিক্ষকদের প্রতি আহবান জানান। এ সময় তিনি শিবরামপুর মাধ্যমিক স্কুল ও কলেজের উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যাক্ত করেন। তিনি কোমালমতি শিশুদের মাদক, ইভটিজিং ও বাল্য বিয়ে থেকে মুক্ত করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।
খবর ৭১/ ই: