তালায় ২৪ দিনের ব্যবধানে বাঁশ বাগান থেকে আরো এক নবজাতকের লাশ উদ্ধার

0
386

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা):
তালায় মাত্র ২৪ দিনের ব্যবধানে রবিবার সকাল ১০ টার দিকে আরো এক বেওয়ারিশ নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। উপজেলার জাতপুর বিশ্বাস পাড়া এলাকার জনৈক ওহাবের বাঁশ বাগানে নবজাতকের লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী স্থানীয় ফাঁড়ি পুলিশে খবর দেয়। এরপর সকাল সাড়ে ১০ টার দিকে জাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুলের নেতৃত্বে পুলিশ ঐ বাগান থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে,কোন কুমারী মা সন্তানটিকে জন্ম দেওয়ার আগেই লোক-লজ্জার ভয়ে অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে লাশটি ঐবাগানে ফেলে রেখে গেছে।
এর আগে ১ মার্চ তালার জেয়ালা ঘোষপাড়া এলাকার একটি খাল থেকে একই অবস্থায় আরো একটি নবজাতকের লাশ উদ্ধার করেছিল পুলিশ। তবে এখন পর্যন্ত ঐ লাশের কোন ওয়ারেশ বা কিনারা উদঘাটনের আগেই অনুরুপ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি ব্যাপক তদন্তের ভিত্তিতে বেরিয়ে আসতে পারে নবজাতকের প্রকৃত পরিচয়।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here