খবর৭১: ভিয়েতনামের বাণিজ্যনগরী হো চি মিনে একটি বহুতল ভবনে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।
স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরের দিকে হো চি মিনের ভো ভান কিত সড়কের কারিনা প্লাজায় আগুন লাগে।
অগ্নিনির্বাপক বাহিনীর এক কর্মকর্তা বলেন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছে। তবে কেউ কেউ বহুতল ভবন থেকে লাফিয়ে পড়েও মারা গেছে।
ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় মধ্যরাতে ভবনের বেজমেন্টে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটিতে শতাধিক মানুষ বসবাস করত।
৩০টির বেশি ফায়ার ইঞ্জিন এবং ২০০ জনের বেশি দমকলকর্মী এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভবনটির এক বাসিন্দা ওয়াশিংটন পোস্টকে বলেন, যখন আগুনের বিপদসংকেত বেজে ওঠে, তখন আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। আমার সিঁড়ির দিকে দৌড়াই। সিঁড়ি ছিল উত্তপ্ত ও ধোঁয়ায় ঢাকা।
খবর৭১/এস: