উত্তর প্রদেশে হাজার টাকায় তরুণীকে বিক্রি

0
345

খবর৭১:উত্তর প্রদেশের বাগপথে এক যুবকের আত্মহত্যার ঘটনার তদন্ত করতে গিয়ে বেরিয়ে এল এক চাঞ্চল্যকর তথ্য। প্রথমে জানা যায়, স্ত্রীর অপহরণের পর আত্মহত্যা করেছিলেন ওই যুবক।

কিন্তু তা নয়। এ ঘটনার নেপথ্যে রয়েছে নারী পাচার চক্র। স্থানীয়দের দাবি, উত্তরপ্রদেশের এই গ্রামে প্রকাশ্যেই নারীদের কেনাবেচা করা হয়।
কয়েকদিন আগে এক তরুণীকে বিয়ে করেছিলেন সরুরপুর গ্রামের মুকেশ নামে যুবক। তবে তাঁর পরিবার জানিয়েছে, ওই তরুণীকে বিয়ে করেননি তিনি। নিলামে তাঁকে ২২ হাজার টাকায় কিনেছিলেন মুকেশ। ১৫ হাজার ৫০০ টাকা তখনই পরিশোধ করেন। বাকি টাকা পরে দিবেন বলে মনু নামে এক এজেন্টকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুকেশ। চারদিন পর মুকেশের বাড়ি আসেন মনু।

টাকা শোধ না করায় মুকেশের নববধূকে তিনি তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।
স্থানীয়দের দাবি, গ্রামের ইটভাটায় নারীদের কেনাবেচা চলে। ওই দিন আরো তিন নারীকে নিলামে বিক্রি করা হয়েছিল। জানা গেছে, নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত মনু। তাঁর খোঁজে অভিযানে নেমেছে পুলিশ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here