চুয়াডাঙ্গায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0
348

প্রতিনিধি চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামী আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে সদর উপজেলার আকন্দবাড়িয়া আবাসন থেকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। গ্রেফতার আব্দুল খালেক চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি পাড়ার মৃত মোন্তাজ মালিতার ছেলে।

পুলিশ জানায়, ২০০৭ সালের ১১ জুন চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি পাড়ার সবুর আলি হত্যা মামলার সাজাপ্রাপ্ত যাবজ্জীবন পালাতক আসামি ছিল আব্দুল মালেক। হত্যাকান্ডের পর তিনি ভারতে পালিয়ে যায়। ২০০৯ সালে এ হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত।

গত এক বছর আগে ভারতে থেকে ফিরে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া আবাসনে ঘর বরাদ্দ নেন নতুন পরিচয়ে। জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ি সোমবার দুপুরে বেগমপুর পুলিশ ফাড়ির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here