পাইলট আবিদের স্ত্রী লাইফ সাপোর্টে

0
346

খবরঃ পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। আজ দ্বিতীয় দফা অস্ত্রোপচার শেষে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে তার চিকিৎসা চলছে। কর্তব্যরত চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রোববার সকালে স্ট্রোক করার পর তাকে অস্ত্রোপচার করা হলেও তিনি শংকামুক্ত ছিলেন না। আস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর আজ আবারো তিনি স্ট্রোক করেন। তার মাথার ডান পাশে রক্ত জমাট বেঁধে যায়। জরুরিভিত্তিতে তাকে দ্বিতীয়বার অস্ত্রোপচার শেষে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ডায়াবেটিস থাকার কারণে তার অবস্থা একটু বেশি সংকটজনক বলেও জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। প্রসঙ্গত, গত ১২ই মার্চ কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হন পাইলট আবিদ সুলতান। এরপরেই তার স্ত্রী আফসানা খানম স্ট্রোক করেন। আজ সোমবার পাইলট আবিদ সুলতানসহ ২৩ জনের মৃতদেহ দেশে আনা হচ্ছে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here