গাইবান্ধায় ট্রাক উল্টে নিহত ১: আহত-৩

0
458

আবু বক্করসিদ্দিক, গাইবান্ধা জরলা প্রতিনিধিঃ   গাইবান্ধায় মালবাহী ট্রাক উল্টে মমিনুল ইসলাম ৩৯) নামে এক কাঁঠ শ্রমিকের ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছন আরো ৩ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে গাইবান্ধা- নাকাইহাট সড়কে জেলা শরের রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় গোপালপুর নামক স্থানে এদুর্ঘটনা ঘটে। এসময় একটি মাটিবাহী ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে কাঠবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো- ট- ১৪-৯৯৭২) উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মমিনুল ইসলামের মৃত্যু হয়। নিহত মমিনুল জেলার সাদুল্যাপুর উপজেলার হিঙ্গারপাড়া এলাকার বাদশা মিয় পুত্র। এ ঘটনায় কাইয়ুম মিয়া, তার ছেলে কামরুজ্জামান ও রফিকুল ইসলাম নামে আহত ৩ জনকে স্থানীয়দের সহায়তায় ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করিয়েছেন বলে জানা গেছে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here