ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও বাড়াবে ইরান

0
349

খবর৭১:
জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরো বাড়াবে ইরান। কোনো রাজনৈতিক চাপ কিংবা অপপ্রচার চালিয়ে এ কর্মসূচি থেকে ইরানকে কেউ বিরত রাখতে পারবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।

তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভীর সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।

শামখানি বলেন, পরমাণু সমঝোতা ইস্যুতে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের খেলার অংশ হওয়া ইউরোপীয় ইউনিয়নের উচিত হবে না। তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকার অন্যায় আবদারের ব্যাপারে ইউরোপের সাড়া দেয়ার পরিণতির ব্যাপারেও সতর্ক করেন।

এর আগে আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে ইরানের ওপর ইউরোপের চাপ সৃষ্টির নীতির তীব্র সমালোচনা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিজস্ব প্রতিরক্ষা শক্তিকে জোরদার করার নির্দেশ দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি এবং মধ্যপ্রাচ্যে দেশটির ভূমিকার প্রশ্নে ইউরোপের উচিত হবে না আমেরিকার সঙ্গে তাল মেলানো। কারণ ইউরোপের মতো ইরানও আমেরিকার বলদর্পিত ও স্বেচ্ছাচারিতার বিরোধী।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামিও বলেছেন, ‘তার দেশের প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করার সুযোগ কাউকে দেয়া হবে না।’

ইরানের আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক সাইয়্যেদ আহমাদ হোসেইনি বলেছেন, ‘শত্রুদের মোকাবেলায় নিজস্ব প্রতিরক্ষা শক্তি গড়ে তোলার অধিকার সব দেশের রয়েছে এবং এ ব্যাপারে যে কোনো উদাসীনতা ওই দেশটির জন্য বিপদ ডেকে আনবে।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ‘ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলো যে কোনো দেশের নিজস্ব ব্যাপার এবং কোনো দেশই এ ক্ষেত্রে আপোষ করতে পারে না।’ সূত্র: পার্সটুডে
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here