মোস্তাফিজে মুগ্ধ রোহিত

0
811

খবর৭১: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের প্রথম মৌসুমেই আলো ছড়িয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তার বিষাক্ত কাটার, স্লোয়ার, ইয়র্কার, সুইংয়ে নীল হয়েছিলেন প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। প্রথমবারের মতো সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জিততে রেখেছিলেন অগ্রণী ভূমিকা। পেয়েছিলেন টুর্নামেন্টে সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাব।

পরের মৌসুমেও মোস্তাফিজকে ধরে রেখেছিল হায়দরাবাদ। তবে এক ম্যাচের বেশি খেলায়নি তাকে। এবার তো তাকে ছেড়েই দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ সুযোগে কাটার মাস্টারকে লুফে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বভার রয়েছে রোহিত শর্মার কাঁধে। নিদাহাস ট্রফিতে ভবিতব্য/হবু সতীর্থের নজরকাড়া পারফরম্যান্সে মুগ্ধ তিনি।

তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের গ্রুপ পর্বে প্রথম দেখায় রোহিতকে সাজঘরে পাঠিয়েছিলেন মোস্তাফিজ। পুরো সিরিজেই প্রথম স্পেল দুর্দান্ত করেছেন বাংলাদেশ বোলিং বিস্ময়। ফাইনালে ভীষণ চাপের মুখে ১৮তম ওভারে ১ রানে ১ উইকেট নিয়ে দলের জয়ের আশা জাগিয়েছিলেন তিনি। সেই ফিজকেই আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের একাদশ আসরে নেতৃত্ব দেবেন রোহিত।

এ ভেবেই রোমাঞ্চিত ভারতীয় ভারপ্রাপ্ত অধিনায়ক, ‘আমার দলে মোস্তাফিজকে পেয়ে আমি রোমাঞ্চিত, শিহরিত। সে দারুণ প্রতিশ্রুতিশীল ও অমিত সম্ভাবনাময়ী বোলার। ও আন্তর্জাতিক ক্রিকেটের সম্পদ। আশা করি, মুম্বাইয়ের হয়েও টাইগার বোলার ভালো করবে।

গতকাল ছিল শিরোপা নির্ধারণী ম্যাচ। সেই ম্যাচে দারুণ বোলিং করেছেন ফিজ। ৪ ওভারে দিয়েছেন মাত্র ২১ রান। ঝুলিতে রয়েছে মহামূল্যবান ১ উইকেট। তার চতুর্থ ওভারের অনবদ্য বোলিংয়ে প্রথমবারের মতো একাধিক দলের টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায় সেই স্বপ্ন ভেস্তে যায়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here