খবর৭১:”সাজ্জাদ হোসেন সাখাওয়াত (ঢাকা):চাঁদ হাসে যদি ওরা হাসে। কারা ওরা? ওরা হল চাঁদের হাসি স্কুলের ছাত্রছাত্রী,ওরা হল সুবিধাবঞ্চিত শিশুরা,ওরা হল শিশুকাল থেকে সংগ্রাম করা গোলাপ ওরা হল শিক্ষার ইচ্ছে থাকা স্বত্বেও আর্থিক অনটনের কষাকষিতে পথ হারিয়ে যাওয়া শিশু’রা। কিন্তু এমনি শিশুদের জন্য শিক্ষা ও মানুষের মতো মানুষ গড়ে তুলতে ঢাকার মালিবাগে ২০১৬ সালে স্থাপন করে চাঁদের হাসি স্কুল।খোলা আকাশের নিচে বহু কষ্ট করে পরিচালন করা হয় স্কুল।অনাথ ছেলেরা উপাস থাকে প্রায় তারপরও চলছে সংগ্রাম। কয়েকজন সৎ মেধাবী তরুণ এই স্কুল স্থাপন করে।এর মধ্যে শিক্ষার আলো বিস্তার হচ্ছে মালিবাগে সহ আশেপাশে সুবিধাহীন শিশুদের মাঝে। বর্তমানে ৮০জন ছাত্র রয়েছে।আর্থিক অভাবে ছাত্র থাকা স্বত্বেও নিতে পারছেনা। আর এই মহান কাজ যারা পরিচালনা করছেন তারাহল মোঃ মাহমুদ উল্লাহ উদয়, রাজিয়া খাতুন, আর জে সুজিত, মোঃ মাইনউদ্দিন ও মোঃ ফোরকান ভোমর।আজ জাতিরপিতা জন্মদিন ও শিশুদিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়। তাদের”চাঁদের হাসি স্কুল” এর স্লোগান-
শিখবে ওরা,গড়বে দেশ।
এগিয়ে যাবে, বাংলাদেশ।এ কাজ শুধু তাদের একার নয়,এটা আপনার আমার দেশের সকলের দায়িত্ব! তাই আসুন সকলে মিলে এ সকল শিক্ষা থেকে সুবিধাবঞ্শিশুদের পাশে দাড়াই এবং অন্ধকার জগত থেকে তাদেরকে ফিরিয়ে এনে তাদের মধ্যে শিক্ষার আলো দান করি।কেউ যদি মহান ব্যক্তিদের হাতে হাত রেখে চাঁদের মুখে হাসি ফুটাইতে চান তাহলে যোগাযোগ করুন বাড়িয়ে দিন আপনার হাত।যোগাযোগে ০১৫১৫৬১২৩২৩
খবর৭১/জি: