চতুর্থ স্বামীই হবেন জোলির জীবনের শেষ পুরুষ

0
319

খবর ৭১:একে একে তিনটি বিয়ে করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। সব বিয়েই গড়িয়েছে বিচ্ছেদে। তাই এবার বেশ সতর্ক তিনি। চতুর্থ স্বামীই হবেন তার জীবনের শেষ পুরুষ।

হলিউড সুন্দরী চতুর্থ স্বামী হিসেবে এক ব্রিটিশ ধনকুবেরকে বেছে নিয়েছেন। তবে তার পরিচয় এখনও খোলাসা করেননি।

পাপারাজিরা পিছু নিলেও জোলির নতুন বরকে এখনও দেখেননি। কারণ আজ পর্যন্ত জোলি নতুন বরের সঙ্গে প্রকাশ্যে কোথাও যাননি।

তবে ঘনিষ্ঠদের জোলি বলেন, যত শিগগির সম্ভব চতুর্থ বিয়ে সেরে ফেলতে চান। এ জন্য তৃতীয় স্বামী অভিনেতা ব্রাড পিটের সঙ্গে বিচ্ছেদের যাবতীয় আইনি কর্মকাণ্ড সেরে ফেলতে চাইছেন।

জোলির বিয়ের ঘটকালি করেছেন হলিউড তারকা জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি। তিনিই জোলির সঙ্গে সেই ব্রিটিশ বিলিওনিয়ারের পরিচয় করিয়ে দেন।

জোলির চ্যারিটি কার্যক্রমের অংশ হিসেবে দুজনের মধ্যে পরিচয় হয়েছিল। কারণ ওই ব্রিটিশ বিলিওনিয়ারও শরণার্থীদের নিয়ে কাজ করছেন। সেই পরিচয় ক্রমে ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে।

জোলির ঘনিষ্ঠ মহলে বলেছেন, বিয়ের পর লন্ডনেই ছেলেমেয়েদের নিয়ে স্থায়ীভাবে থাকতে চান। এই চতুর্থ স্বামীই হবেন জীবনের শেষ পুরুষ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here