উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে শেষ হলো দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা। ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ এ শ্লোগানকে ধারণ করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। পরিবার পকিল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে বিকেলে সমাপণী অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মো. শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। এসময় নারী নেত্রী আঞ্জুমান আরা, মেডিকেল অফিসার (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) এবং ডিস্ট্রিক্ট কনসালটেন্ট এফপিসিএসকিউআইটি আব্দুল মান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এসএম জাফরী, গাজী বশির আহম্মেদ, তানভীর হাসান প্লাবন, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. প্রশান্ত কুমার মল্লিক, ডা. কামরুল হাসানসহ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিজয় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জামী, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মোল্যা (বাগডাঙ্গা), দৈনিক বিডি খবর পত্রিকার সম্পাদক লিটন দত্ত, একই পত্রিকার নির্বাহী সম্পাদক মির্জা মাহমুদ রন্টু, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ,একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, চ্যানেল নাইন ও বাংলা নিউজ টুয়েন্টি ফোরের নড়াইল জেলা প্রতিনিধি ইমরান হোসেন,অন্যান্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী এই মেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চ্যম্পিয়ন এবং নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। এছাড়া রচনা প্রতিযোগিতা, দম্পতিদের অশংগ্রহণে কুইজ প্রতিযোগিতায় ১০ জন দম্পতি এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ তিনটি স্টলকে পুরস্কার প্রদান করা হয়। গত ১৫ মার্চ সকাল থেকে দুদিনব্যাপী এই মেলায় অংশগ্রহণকারী নড়াইলের সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, লোহাগড়া ও কালিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, এমসিএইচ সর্ভিসেস ইউনিট, সূর্যের হাসি ক্লিনিক, সুশীলন, ব্র্যাক, সিকদার ফাউন্ডেশনসহ সরকারি বেসরকারি পর্যায়ের ২০টি স্টলের মাধ্যমে নিরাপদ গর্ভধারণ, পরিকল্পিত ও সুখী পরিবার গঠন, মাতৃ মৃত্যুহার রোধসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার ও সচেতনার বিষয়ে পরামর্শ দেয়া হয়।
খবর ৭১/ ই: