চৌগাছায় বিভিন্ন মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
330

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর) সংবাদদাতা :যশোরের চৌগাছায় শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন মসজিদে মসজিদে বিএনপির উদ্যেগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ জুড়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আটক ও রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌরসভার ১ নং ওয়ার্ডের ইছাপুর জামে মসজিদে উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেয়। অনুরুপ ভাবে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর জামে মসজিদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুচ আলী, সহ সভাপতি এমএ সালাম ও কাজী আব্দুল হামিদ সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। দোয়া মাজফিল শেষে এক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ বলেন, অনির্বাচিত সরকার বন্দুকের নলের উপর ভর করে ক্ষমতা চিরস্থায়ী করতে চাই। সেই ধারাবাহিকতায় দেশে হাজার হাজার নেতাকর্মীকে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলায় জেল খানাতে আটক করে রেখেছে। শুধু আটক না নেতাকর্মীদের উপর রিমান্ডের নামে চালাচ্ছে অমানবিক নির্যাতন। জুলুমবাজ এই সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here