মাগুরা প্রতিনিধি॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী মাগুরা শাখা বিভিন্ন কর্মসূচী পালন করেছে । এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শহরের সৈয়দ আলী গণগ্রন্থাগারে শিশুদের রচনা প্রতিযোগিতা , চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয় । এ সময় জেলা শিশু কর্মকর্তা আহাম্মদ আল হোসেন উপস্থিত ছিলেন । প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু অংশ নেয় ।
শনিবার ১৭ মার্চ ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার এমপি আছাদুজ্জামান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করবেন ।