রাকিব হাসান , পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপার চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের
ইংরেজি শিক্ষক সাব্বির আহম্মেদ নোবেলের ছুড়ে মারা কলমে দৃষ্টি হীন হওয়ার
শংকায় একই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী তামিমা অক্তার। তামিমা চর কাজল
বাজার এলাকার আনোয়ার হোসেন’র কন্যা।
এলাকাবাসী ও আহত শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, গত ৬ মার্চ
মঙ্গলবার চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক সাব্বির আহম্মেদ
নোবেলের কাছে প্রাইভেট পড়ার সময় রাগান্বিত হয়ে ওই শিক্ষক কলম ছুড়ে মারেন
শিক্ষার্থী তামিমার মুখে। ছুড়ে মারা কলম তামিমার বাম চোখের ভিতর আঘাত
হানে ও রক্তক্ষরন হয়। তাকে চিকিৎসার জন্য বরিশাল চক্ষু হাসপাতালে নিয়ে
গেলে চিকিৎসকরা চোখের উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা চক্ষু হাসপাতালে
প্রেরন করেন।এদিকে শিক্ষকের এমন আচরনে ক্ষুব্দ হয়ে উঠেছে অবিভাবকসহ এলাকাবাসী। তারা
শিক্ষক নোবেলের এমন অমানবিক আচরনের প্রতিবাদে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও
সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করে। এসময় তারা শিক্ষক নোবেলের
অপসারন সহ বিচারের দাবী করেন।
এবিষয়ে অভিযুক্ত ইংরেজি শিক্ষক সাব্বির আহম্মেদ নোবেলের মুঠো ফোনে
একাধিকবার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার মন্তব্য জানা যায়নি।