উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ “ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ন্যায্যতা নিশ্চিতকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৮ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়াতন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সসরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর ররহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী প্রমুখ।