যশোরে স্কুলের ভিতর ছুরিকাঘাতে দু’শিক্ষার্থী জখম

0
387

জাহিরুল ইসলাম মিলন,যশোর জেলা প্রতিনিধি:
যশোরে স্কুলের ভিতর দু’শিক্ষার্থীকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বিজননগর গ্রামের ইনসার আলীর ছেলে রাসেল হোসেন (১৬) ও সিরাজ মোল্যার ছেলে শাকিল রহমান ওরফে সুরুজ মোল্যা (১৬)। তারা দু’জন ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ক্লাস রুমের পাশে তারা আক্রান্ত হয়।

আহতদের সহপাঠী ইকবাল হোসেন জানিয়েছে, আহত রাসেলের সঙ্গে একই ক্লাসের ছাত্র জয়ের বিরোধ ছিল। ৩-৪ দিন আগে রাসেল স্কুলমাঠে দাঁড়িয়ে ছিল। এসময় জয় এসে ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেয়। ওই সময় জয়কে ধাপ্পড় মারে রাসেল। আজ সকালে রাসেল ক্লাসরুমে ছিল। এসময় জয়, তার বন্ধু একই গ্রামের নাজমুল প্লাবন ও সেতু ক্লাসরুম থেকে ডেকে রাসেলকে ছুরি মেরে গুরুতর আহত করে। এসময় রাসেলের বন্ধু শাকিল ঠেকাতে গেলে তাকেও ছুরি মেরে আহত করে জয় ও তার সহযোগীরা। পরে সহপাঠীরা মিলে রাসেল ও শাকিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here