সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: সোনারগাঁ ফাউন্ডেশন উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার-২০১৭ এর নারায়ণগঞ্জের সোনারগাঁও নোয়াগাঁও ইউনিয়ানে মঙ্গলবার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে সনদপত্র ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্টাতা আবদুছ ছোবহান মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা।এছাড়া প্রধান আলোচক ছিলেন, সোনারগাঁও উপজেলার নির্বাহি কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলাম,অনুষ্ঠানটি উদ্বোধন করেন নোয়াগাঁও ইউনিয়ানের চেয়ারম্যান দেওয়ান ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূইঁয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবাল, সোনারগাঁও থানার ওসি (অপারেশন) আব্দুল জব্বার, প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি শফিকুল ইসলাম, বারদী ইউনিয়ানের চেয়ারম্যান জহিরুল হক,জামপুর ইউনিয়ানের চেয়ারম্যান হা-মীম শিকদার শিপলু, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু নাইম ইকবাল,নোয়াগাঁও ইউনিয়ানের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ বাতেন, প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও প্রজন্ম প্রত্যাশার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ ফাউন্ডেশন সভাপতি রাশেদুল ইসলাম(সেলিম),যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, সৈয়দ সাইদুর রহমান ও শাকিল খাঁন। নোয়াগাঁও উচ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফজ্জল হোসেন,
সোনারগাঁ ফাউন্ডেশন উদ্যোগে ২০১৭ সালে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৩৩ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি সনদ প্রদান করা হয়। এর মধ্যে ১২ জন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুলে এবং ২১ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি সনদ প্রদান করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি বলেন, আপনাদেরকে খেয়াল রাখতে হবে ছেলেমেয়েরা স্কুলের লেখাপড়ার পাশাপাশি বাড়িতে সঠিকভাবে লেখাপড়া করছে কি না। স্কুলের লেখাপড়ার চেয়ে বাড়িতে লেখাপড়ার গুরুত্ব কম নয়।
উল্লেখ্য,গত ২৭ ও ২৮ অক্টোবর নোয়াগাঁও, জামপুর ও বারদী ইউনিয়নের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে নোয়াগাঁও হাই স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শ ১৩জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।