খবর৭১:
নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে নেপালসহ অন্য দেশের ৫০ জনের অধিক যাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
মঙ্গলবার পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া শোকবার্তায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃদ্বয় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।