রাণীনগরে ফসল রক্ষায় চলছে পার্চিং উৎসব

0
310

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চলতি বোরো মৌসুমে বোরো ধান ক্ষেতে মরা গাছের ডাল দিয়ে পাখি বসার ব্যবস্থা করে ক্ষেতের ক্ষতিকারক পোকা-মাকড় নিধন পদ্ধতি (ডেথ পার্চিং) ব্যবহার করায় কৃষকদের উদ্ধুদ্ধকরনের জন্য অনুষ্ঠিত হচ্ছে পার্চিং উৎসব ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত এই পার্চিং উৎসবের আয়োজন করছে। উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন বøকে বিভিন্ন দিন এই পাচিং উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম গ্রামে এই ডেথ পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক কৃষকরা অংশগ্রহণ করে।

উৎসবে পার্চিং এর উপকারিতা হিসাবে ক্ষেতের ক্ষতিকার পোকা-মাকড় নিয়ন্ত্রন, পার্চিং ফসলের উৎপাদন খরচ কমায়, কীটনাশকের ব্যবহার কমায় ও পরিবেশ দূষণ থেকে রক্ষা করাসহ নানা বিষয়ে কৃষকদের মাঝে আলোচনা করা হয়।

পাচিং উৎসবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. মো: আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আজমা সুলতানা, আব্দুর রহমান, আহসান হাবীব প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here