বাগেরহাটে আহরণ নিষিদ্ধ ফাইস্যা মাছের পোনা জব্দ

0
268

বাগেরহাট প্রতিনিধি :
সরকারের আইন কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অইন অমান্য করে নেট জালের ব্যাবহার ও সাদা মাছের পোনা আহরণ অব্যাহত রেখেছে চোর জেলে রা। বাগেরহাটের রামপাল উপজেলা থেকে ২২ লাখ ফাইস্যা মাছের পোনা জব্দ করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন । মঙ্গলবার দুপুরে উপজেলার বাগুড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আহরণ নিষিদ্ধ এ পোনা আটক করে কোস্টগার্ড সদস্যরা। যার আনুমানিক মূল্য ৪৪ লক্ষা টাকা বলে দাবী করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের লেফটেন্যান্ট এম সেলিম বিশ^াস জানান, আহরণ নিষিদ্ধ ফাইস্যা মাছের পোনা আহরণ করে অবৈধ্যভাবে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে পোনাগুলো জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ শিকারিরা পালিয়ে যায়। পরে মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারির ফাইসা মাছের পোনা গুলোকে পশুর নদীতে অবমুক্ত করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here