মেধাবী শিক্ষার্থী জাহাঙ্গীরকে বাঁচাতে সাহায্যের আবেদন

0
399

কাজী শাহ্ আলম , হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি-এস এস সি/১৮ শিক্ষাবর্ষের মেধাবী পরীক্ষার্থী জাহাঙ্গীর আলম(১৬) পড়ালেখা শেষ করে ডাঃ হয়ে দ্ররিদ্র জনগোষ্ঠীর সেবা করার স্বপ্ন দেখে আসছিল, কিন্তু বিধি বাম হয়ে ভেঙ্গে দিয়েছে তার এ স্বপ্ন, ভেঙ্গে দিয়েছে এক মরণ ব্যধি মেরুদন্ডে টিউমার। ডাক্তার পরামর্শ দিয়ে বলেছেন,জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসা দিয়ে অস্ত্র পাচার করা হলে সে সুস্থ্য হয়ে উঠবে। আর এ উন্নত চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার দরকার। কিন্তু দিনমজুর বাবা এত টাকা পাবে কোথায়। জাহাঙ্গীরকে বাঁচাতে তার বাবা প্রায় দীর্ঘ ৩ মাস যাবত রংপুর মেডিকেল কলেজ ও বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। রেডিও থেরাপী বিভাগিয় প্রধান যথাক্রমে ডাঃ স্বপন কুমার রায় ও রমজান আলীর চিকিৎসাধীন থাকার পর এখন অর্থাভাবে বাড়ী এসে চিকিৎসা বিহীনাবস্থায় মৃত্যুর প্রহর গুনছে। এদিকে ডাক্তারদের পরামর্শমতে দ্রুত চিকিৎসা করতে না পারলে পরিনতি খারাব হবে কিন্তু জাহাঙ্গীরের বাবা একজন দিনমজুর তার পক্ষে এতগুলো টাকা জোগার করা সম্ভব হচ্ছেনা। ফলে দিনমজুর বাবা মা তার বড় ছেলেকে নিয়ে দুচিন্তায় পড়েছেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বাউরা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর মেধাবী ছাত্র জাহাঙ্গীরকে সুস্থ্য করার জন্য বাবা দিন রাত চেষ্টা করেও ব্যর্থ হয়েছে অর্থাভাবে। দূঃখের বিষয় ভিটে মাটি কিছু নেই দিনমজুর বাবার। হাতীবান্ধা উপজেলার শেষ প্রানে প্রত্যন্ত পল্লী এলাকা পূর্ব ফকিরপাড়া গ্রামের আনার উদ্দিনের জমিতে একটি মাথা গোজার ঠাই পেতে,স্ত্রী,৪ ছেলে ও বৃদ্ধ মাকে নিয়ে দিন মজুর খেটে জীবন সংগ্রাম করে বেঁচে আছে। ছেলের মধ্যে জাহাঙ্গীর বড় ছেলে। বৃদ্ধ বাবা একার মজুরি হাজিরা দিয়ে দু,বেলা ঠিকমত পেটে ভাত জোটে না। তার উপর ছেলেদের লেখা পড়ার খরচ। এমতাবস্থায় জাহাঙ্গীর ঘাতক ব্যধিতে আক্রন্ত হয়। মেধাবী ছেলের চিকিৎসায় ঘর বাড়ী বিক্রি করে এবং এলাকার কতিপয় দানশীল ব্যত্তির ক্ষুদ্রদান দিয়ে দীর্ঘ ৩মাস চিকিৎসা করার পর সুস্থ্য না হওয়ায় ডাক্তারা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু আনার উদ্দিন অর্থ জোগার করতে না পেরে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য মোতাহার মিয়ার কাছে। সেখানে ছেলের চিকিৎসার সাহায্যর আবেদন করেও কোন সাড়া পায়নি। পরিশেষে নিরুপায় হয়ে দেশের দানশীল ব্যক্তিদের কাছে ছেলের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্যে পাঠাবার ঠিকানা মোবাইল-(বিকাশ) ০১৭০৭৪২০৭৩০ এছারা রুপালী ব্যাংক বড়খাতা শাখায় চলতি হিসাব নং-৯৯৯৬।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here