দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, মাদক এবং জঙ্গিবাদ প্রতিরোধ কল্পে সচেতনতামূলক এক সমাবেশ দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও তালোড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দেবখন্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক সালাহ্ উদ্দিন আহমেদের পরিচালনায় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, পুলিশ পরিদর্শক(তদন্ত) শহীদুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনোয়ার হোসেন হেলাল, দেবখন্ড সিদ্দিকিয়া সিনিয়র মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আনোয়ারুল হক তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাংবাদিক এম, সরওয়ার খান, দেবখন্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুজ্জামান, তালোড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ। এসময় তালোড়া ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।