বঙ্গবন্ধুর জন্মদির উপলক্ষে ইবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
563

ইবি প্রতিনিধি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে মঙ্গলবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকরী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ল্যাবরেটরি স্কুুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে যথাক্রমে ক, খ ও গ ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহবায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘বাংলার সুজলা, সুফলা শস্য শ্যামলা সব কিছুই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সম্পর্কিত। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে তোমরা এখন থেকেই নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। তোমাদের মধ্যে থেকেই জাতির পিতা বেঁেচ থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে ।’

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, টিএসসিসি’র পরিচালক সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলসহ ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষর্থীরা।

এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতাও মোট তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।

এরমধ্যে ‘ক’ ক্যাটাগরিতে (১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত) বিষয় ছিল ‘বঙ্গবন্ধুর ছেলেবেলা’, ‘খ’ ক্যাটাগরিতে (৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত) ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন’ এবং ‘গ’ ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘আমাদের স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শিরোনামে ৭০০ থেকে ১০০০ শব্দের মধ্যে লিখিত রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here