সিরীয় সংকটে আশ্রয় শিবিরে নেওয়া হয়েছে বেসামরিক লোকদের

0
383

খবর৭১:সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতা থেকে বেসামরিক লোকদের একটি আশ্রয় শিবিরে সরিয়ে নিয়েছে সরকারি সেনারা।

সিরিয়ার সরকারিবাহিনী তিন সপ্তাহ আগে পূর্ব গৌতায় বিদ্রোহীদের ওপর ব্যাপক হামলা শুরু করে।
বর্তমানে সরকারি সেনারা পূর্ব গৌতার অভ্যন্তরে অগ্রসর হচ্ছে।
এদিকে, সরকারিবাহিনী নিয়ন্ত্রিত এলাকা দাউইরে রিমা শেখ নামের এক নারী জানান, তার মেয়ে এখনো পূর্ব গৌতায় রয়ে যাওয়ায় তিনি তার জন্য উদ্বিগ্ন।

সৈন্যরা তাকেসহ তার স্বামী ও অপর চার সন্তানকে গোলযোগপূর্ণ এলাকা থেকে সরিয়ে এনেছে। দাউইরে তার সঙ্গে আরো ১৬টি পরিবার বাস করতো। সেন্যরা ওই এলাকার পুনরায় নিয়ন্ত্রণ নেয়ার পর শনিবার থেকে ৭৬ ব্যক্তি মিসরাবা থেকে আশ্রয় শিবির কেন্দ্রে পৌঁছেছে।
সাত বছর আগে এই কেন্দ্রটি একটি খেলার মাঠ ছিল বলে জানা গেছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here