নান্দাইলে খুররম খাঁন চৌধুরী কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

0
254

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার খুররম খাঁন চৌধুরী কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবক সমাবেশ রোববার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক সংসদ সদস্য বীরমুিক্তযোদ্ধা খুরমম খাঁন চৌধুরী, বিশেষ অতিথি গর্ভণিং বডির প্রতিষ্ঠাতা সদস্য নাসের খাঁন চৌধুরী, বিদ্যুৎসাহী সদস্য এনামুল হক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি আওরঙ্গজেব বেলাল, আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, আনোয়ারুল হোসেন খাঁন চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ আঞ্জুমান আরা বেগম, সাবেক অধ্যাপক আফেন্দী নুরুল ইসলাম, অধ্যাপক তফল উদ্দিন মন্ডল, প্রধান শিক্ষক রৌসনারা বেগম, শরীর চর্চা শিক্ষক ফরিদ উদ্দিন, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রধান শিক্ষক (অব:) আব্দুল কদ্দুছ প্রমুখ। অত্র কলেজের শিক্ষক জিয়াউল হকের স ালনায় বিশিষ্ট শিল্পপতি আমেরিকা প্রবাসী আব্দুল ওয়াহেদ, বিলাস কুমার গোস্বামী, বিএনপি নেতা এনামুল কাদির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় নেতৃবৃন্দ সহ সহ¯্রাধিব ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ছাত্রছাত্রী ও অভিভাবক সমাবেশের অনুষ্ঠান জাতির শিক্ষা অনুষ্ঠান। পাঠ্যপুস্তকের মাধ্যমে শুধু সার্টিফিকেট অর্জন নয় পাঠ্যকারিকুলামের বাইরেও জ্ঞান অর্জন করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। জাতির সুশিক্ষার জন্য নান্দাইলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছি এবং সেগুলোতে যাতে কোন ধরনের কুশিক্ষার জন্ম না দিতে পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।’ তিনি আরও বলেন মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত শিক্ষানঙ্গন পেতে যা করণীয় তাই করবেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here