কোটালীপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌর মেয়র নির্বাচিত হলেন হাজী কামাল হোসেন শেখ

0
521

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী কামাল হোসেন শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেল ৫টায় জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এ ঘোষণা দেন। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুন্সি ওহিদুজ্জামান জানান, কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো: কামাল হোসেন শেখ মনোনয়ন পত্র জমা দেন। আজ মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে আর কোনো প্রার্থী না থাকায় তাকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করা হয়েছে। অপরদিকে, আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সাধারণ কাউন্সিলর পদে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ ও পুরুষ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী রয়েছেন। তারা আগামী ২৯ মার্চ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কোটালীপাড়া পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৯৭ জন ও নারী ভোটার ৬ হাজার ৬১৮ জন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here