ছাতকে পিআইসির সভাপতি, সদস্য সচিবকে শোকজ

0
307

হাবিবুর রহমান নাসির ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে ফসল রক্ষা বেড়ীবাঁধ নির্মাণ ও সংস্কারে ডিজাইন ও স্পেসিফিকসন অনুযায়ী কাজ না হওয়ায় এক পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি ও সদস্য সচিবকে দুই দিনের মধ্যে ব্যাখ্যাসহ কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন, মনিটরিং কমিটির সভাপতি নাছির উল্লাহ খান এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন, মনিটরিং কমিটির সদস্য সচিব মোঃ শাদত হোসেন স্বাক্ষরিত একটি স্মারকে চরমহল্লা ইউনিয়নের ৭নং পিআইসির সভাপতি ময়না মিয়া ও সদস্য সচিব রজব আলীকে এ নির্দেশনা দেওয়া হয়।
স্মারকে উল্লেখ করা হয় গত ৬ ফেব্রুয়ারি সরেজমিনে পরিদর্শন করে উক্ত পিআইসিতে পাউবোর (পানি উন্নয়ন বোর্ড) ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না হওয়ায় ওই বেড়ীবাঁধটি হুমকির সম্মুখীন তাই নির্দেশনা পাওয়ার দুই দিনের মধ্যে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
তবে গত ৬ ফেব্রুয়ারি সরেজমিনে পরিদর্শন করে বেড়িবাঁধের কাজে অসঙ্গতি পেয়ে ৭ ফেব্রুয়ারির স্মারকে দুই দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনা থাকলেও শোকজের প্রায় ৫দিন পেরিয়ে যাওয়ায় এখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সরকারের সর্বোচ্চ বরাদ্দ পাওয়া সত্ত্বেও এবারও ফসলহানির শংকায় স্থানীয় কৃষকদের মনে অজানা আতঙ্ক বিরাজ করছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here