মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুল জলিলের বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বসত ঘরের পাকা দেয়াল ছাড়া অবশিষ্ট কিছুই নেই।
এঘটনায় প্রায় ৭ লক্ষাধীক টাকা ক্ষয়-ক্ষতি ও পাশ্ববর্তী বসতঘরকে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি থেকে রক্ষা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের মহলুল সুনাম মহল্লায় এঘটনাটি ঘটে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় সূত্র জানায়, কাউন্সিলরের বসত ঘরের একটি রুম থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্র হয়। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্রতিটি বেড রুমে। তাৎক্ষণিক বাসার লোকজন দৌড়ে বের হয়ে যান। স্থানীয়রা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। দাউ-দাউ করে জ্বলতে থাকে ঘর। টিন, কাঠ, আসবাপত্র জ্বলে ছাই।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনর্চাজ জামাল উদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। এতে বসত ঘরের ৭ লক্ষ টাকা ক্ষতি হয়েছে এবং ৫০ লক্ষ টাকার ক্ষতি থেকে রক্ষা করা হয়।
খবর ৭১/ এস: