স্ত্রী ঘরে ঢুকতে না দেয়ায় অনশনে স্বামী!

0
454

খবর ৭১:স্ত্রী ঘরে ঢুকতে না দেয়ায় বাড়ির সামনেই অনশনে বসেন প্রবীর সাহা নামে এক ব্যক্তি।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুঁড়িতে এমন ঘটনা ঘটেছে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রবিবার সকালে শিলিগুঁড়ির সূর্যসেন কলোনিতে প্রবীর সাহা নামে তার বাড়ির সামনে অনশনে বসেন। পাশেই স্ত্রীর ছবিসহ নানা অভিযোগ লেখা রয়েছে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর তাকে দেখতে ভিড় করেন কলোনিবাসী।এর পর স্থানীয় কাউন্সিলর তৃণমূলের কৃষ্ণ পাল ও পুলিশের মধ্যস্থতায় প্রবীর বাবু অনশন তুলে নেন। বাড়িতেও ঢোকেন। তবে তার স্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন।

স্ত্রীর ভাষ্য, এটি পুরোপুরি পারিবারিক বিষয়। বাইরের কাউকে কিছু বলব না।

প্রতিবেশীরা জানান, বছর দুয়েক ধরে এ দম্পতির মধ্যে টাকা-পয়সা নিয়ে গণ্ডগোল চলছিল।

কাউন্সিলর কৃষ্ণবাবু বলেন, এভাবে পাড়ার মধ্যে আমরণ অনশন করব বলে রাস্তায় বসে পড়াটা মানা যায় না।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here