জামালগঞ্জে বৌলাই নদীতে নাব্যতা হ্রাস: ১৫ দিন ধরে নৌকা চলাচল বন্ধ: দূর্ভোগ চরমে

0
804

জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জ উপজেলায় বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে রামজীবন পুর হইতে হিজলা পর্যন্ত নৌকা চলাচল বন্ধ রয়েছে।আটকে অাছে ৫ শতাধিক মালবাহী বাল্কহেড, ষ্টীলবডি নৌকা।

জানা যায়,বৌলাই নদীর সাথে আপার বৌলাই মিলন স্হলে পলিমাটি পড়ে ভরাট হয়ে যাওয়ায় ও নদীর নাব্যতা কমে যাওয়ায় গত ১৫ দিন ধরে বালু পাথর ভর্তি বাল্কহেড/ষ্টীল বডি নৌকা চলাচলে বিঘ্র সৃষ্টি হয়েছে।
দিন দিন নৌকার সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ায় চরম বিপাকে রয়েছে নৌযান সংশ্লিষ্টরা।
এতে নৌকার মালিক,শ্রমিক,ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নৌকার জটলা সৃষ্টি হওয়ায় দূর্ভোগের শিকার হচ্ছেন বালু পাথর ব্যবসায়ী সহ নৌপথে চলাচল কারী সংশ্লিষ্টরা।ডাবল লোডিংগে ব্যবসায়ীদদের লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অাটক কৃত নৌ শ্রমিক ফুলমিয়া বলেন,নৌকা চলাচল না করায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। নৌকা নিয়ে ৫দিন ধরে বসে থাকতে হচ্ছে।
আরেক নৌযান শ্রমিক ইব্রাহীম আলী বলেন,নৌকা অাটকে থাকায় আমাদের হাজার হাজার টাকা লোকসান হচ্ছে। ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে।

নৌ জটলা নিরসনে লালপুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি ও সুনামগঞ্জ মালবাহী নৌযান শ্রমিক ফেডারেশনের সদস্যরা প্রতিদিন কাজ করে যাচ্ছে।

জটলাকৃত জায়গায় বোজাই ভর্তি নৌকা না চলায় ছোট নৌকা দিয়ে মালামাল লোড অানলোড করে কোন রকম চলাচল করছে।
নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার ফলে বিগত কয়েক বছর হিজলা-রামজীবন পুর বৌলাই ও গজারিয়া সুরমা নদীতে নৌকা চলাচলে বিঘ্র সৃষ্টি হচ্ছে।

সুনামগঞ্জ মালবাহী নৌযান শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক মোহাম্মদ অালী বলেন,নৌকা চলাচল করতে না পারায় মালবাহী নৌকা অাটকে জটলা সৃষ্টি হয়েছে। প্রতিদিন নৌ পুলিশসহ আমাদের সমিতির সদস্যগণ জটলা নিরসনে কাজ করছি।

স্হানীয় ইউপি সদস্য মশিউর রহমান বলেন, নদীর নাব্যতা কমে যাওয়ায় ও পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।মালবাহী যান চলাচল সচল করতে নদী খননের প্রয়োজন।

কয়েক যুগ ধরে বৌলাই নদী দিয়ে ফাজিল পুরের বালু পাথর ভর্তি বাল্কহেড/ষ্টীল বডি নৌকা দেশে বিভিন্ন স্হানে চলাচল করে থাকে।আর এসব নদীপথের কোন কোন জায়গায় ভরাট হয়ে হওয়ায় সমস্যায় পড়তে হয় নৌযান সংশ্লিষ্টদের।

এ ব্যাপরে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন,নদীর ভরাট হয়ে যাওয়া নৌকা চলাচলে বিঘ্র ঘটছে।নৌকার জটলা সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীগণ।আমরা চেষ্টা করে যাচ্ছি জটলা নিরসনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here