তুমি যদি দৃশ্যমান মানুষকেই ভালোবাসতে না পার, তবে অদৃশ্যমান ঈশ্বরকে কি করে ভালোবাসবে?” মাদার তেরেসার এ মহান উক্তি গোটা মানবজাতিকে আরো একবার মানুষের প্রতি মানুষের মানবিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছে।
বরেণ্য কন্ঠশিল্পী ভূপেন হাজারিকা’র কালজয়ী রোমহর্ষক গান ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না ’ বা ‘অপরের হিতসাধনই মানব জীবনের প্রধান ধর্ম’- শ্বাসত এ বাণীগুলোর মতো মানবতাকে সামনে রেখে বেলকুচির চির অবহেলিত, চির পতিত, চির অপাংক্তেয়-যাদের বুক ফাঁটে তো মুখ ফোটে না, যাদের বিচারের বাণী নিরবে নির্ভৃতে কাঁদে-এমন অসহায় জনমানুষের কল্যাণে, অার্তমানবতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে স্বেচ্ছায় সেবাদানকারী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সামাজিক ও সেবামূলক সংগঠন ‘আলোকিত বেলকুচি’ মানুষ সামাজিক জীব হিসেবেই একে অন্যের সাথে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সুখ-দুঃখের অংশীদারিত্ব, পারস্পরিক মেলবন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। মানব জন্মের সার্থকতাতো তখনই যখন তোমার কথায়, কর্মে, ভূমিকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুখ, সমৃদ্ধি ও হাসির কারন পাশাপাশি অনেক দুঃখ নিবারণের কারন হয়ে উঠতে পারা। এমন দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ”আলোকিত বেলকুচি” ২০১৬ সালের ২১ জানুয়ারি থেকে আর্তমানবতার সেবায় আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এই শ্লোগানকে ধারন করে অসহায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে কলম খাতা বিতরণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
চলমান কার্যক্রম
* * সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়ানো।
* * সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের পাশে দাড়ানো
* * পরিবেশ।
* * বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয়।
* * স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ।
* * শীতবস্ত্র বিতারন।
* * ত্রান বিতারন।
* * অসহায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে কলম খাতা বিতারন।
* * বিনামূল্য চিকিৎসা সেবা।
দেশের বর্তমান পরিস্থিতি
* * পথশিশুর সংখ্যা প্রায় ১১ লাখ ৫০ হাজার ।
* * পথবাসির সংখ্যা প্রায় ৫০ হাজার ।
* * বনভূমির পরিমাণ ৮ ভাগ ।
* * জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশ শীর্ষে ।
* * রক্ত না পেয়ে বছরে মারা যায় ৫৫ হাজার রোগী ।
* * বছরে রক্তের ঘাটতি প্রায় ১ লাখ ব্যাগ।
উল্লিখিত সুবিধাবঞ্চিত এ বিশাল জনগোষ্ঠীকে পেছনে ফেলে এবং পরিবেশকে বিপর্যয়ের মুখে রেখে দেশের কাঙ্ক্ষিত অর্জন সম্ভব না। দেশের এমন প্রেক্ষাপটকে সামনে রেখে সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে সিরাজগঞ্জের বেলকুচি থেকে একদল উদ্যমী স্বপ্নবাজ তরুণ সাধ্যের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে গত দুই বছর যাবৎ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাউন্সিলিং, বৃক্ষরোপণ কর্মসূচী, জনসচেতনতামূলক স্টিকার বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণসহ, মুমূর্ষু রোগীর মধ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করে আসছে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কে দেশের সকল প্রান্তে ছড়িয়ে দিতে স্বেচ্ছাসেবিদের পাশাপাশি সমাজের বিবেকবান মানুষদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ পেলে মানবতার এ মহান কাজকে আরো বেশি বেগবান ও গতিশীল করে তুলবে।
আমাদের স্বপ্ন, ৩০ লাখ শহীদের এ পবিত্র ভূমিতে একটি শিশুও যেন শিক্ষার অভাবে ঝরে পড়ে না যায়, কোন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যেন বাসস্থানের অভাবে রাস্তায় দিনযাপন না করতে হয় এবং পরিবেশকে সবুজ রাখার পাশাপাশি কোন মুমূর্ষু রোগীকে যেন রক্তের অভাবে মৃত্যুর কোলে ঢলে না পড়তে হয়।
আমরা বিশ্বাস করি সর্বত্রই কিছু ব্যাতিক্রম মানুষ থাকেন, কথা নয় কাজেই যাদের জীবনাদর্শ, তাদের কাজের ফলেই সভ্যতা কালো থেকে আলোর দিকে, মন্দ থেকে ভালোর দিকে এগিয়ে চলে। তাদের কথা মনে রেখেই আমরা নিজ এবং আগামী প্রজন্মের জন্য একটু অন্যরকম পৃথিবীর স্বপ্ন দেখতে সাহস পাই। এ দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই স্বেচ্ছাসেবী সংগঠন ‘“আলোকিত বেলকুচি” খুঁজে ফিরছে সে ধরণের স্বপ্নের মানুষদের যারা নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখবে।
পরিশেষে, মানবতার এ মহান কাজকে শুরু থেকে এ পর্যন্ত গতিশীল করবার ক্ষেত্রে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশেষ করে যে সকল সদস্য শ্রম, মেধা, অর্থ দিয়ে সংগঠনকে এ পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন সবার প্রতি রইলো কৃতজ্ঞতা ও অকৃত্তিম শুভেচ্ছা।
খবর৭১/এস: