আত্মহত্যাকে বৈধতা দিলো ভারত

0
332

খবর ৭১: স্বেচ্ছামৃত্যুর অধিকার বা আত্মহত্যাকে বৈধতা দিয়েছে ভারত।

শুক্রবার সকালের স্বেচ্ছামৃত্যু বৈধ বলে রায় ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত।

ভারতের সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। এ বিষয়ে কেন্দ্র সরকারকে উপযুক্ত আইন প্রণয়ন করার নির্দেশ দিয়েছে আদালত।

যতদিন না স্বেচ্ছামৃত্যু নিয়ে আইন আসছে ততদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের কড়া গাইডলাইন মেনে এই অধিকার পাবে দেশবাসী।

ভারতীয় গণমাধ্যম বলছে, হতাশাগ্রস্ত বহু মানুষ জীবনে প্রবল প্রতিকূলতার মুখে পড়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন প্রতিনিয়ত। দেশের বিভিন্ন প্রান্তেই এই ধরনের উদাহরণ রয়েছে। কোমায় চলে যাওয়া ব্যক্তি, প্রত্যন্ত এলাকায় অনাহারে থাকা মানুষ প্রভৃতি নানা ধরনের লোক প্রশাসনের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছিলেন বিভিন্ন সময়ে।

ভারতীয় সংবিধান অনুসারে আত্মহত্যা অপরাধ। একইসঙ্গে স্বেচ্ছামৃত্যু নিয়েও ছিল না কোনও আইন। সেই কারণে বিষয়গুলি ক্রমশ জটিল হয়ে উঠছিল। এই অবস্থায় ১২৫ কোটি মানুষের দেশে স্বেচ্ছামৃত্যু বৈধতা পেল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা উন্নত বিশ্বের আরও কয়েকটি দেশে আত্মহত্যাকে বৈধতা দেয়া আছে। যদিও যেকোনো ধর্মীয় বিশ্বাসে আত্মহত্যা মহাপাপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here