ড.জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

0
355

স্বপন বিশ্বাস মাগুরা প্রতিনিধি : জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড.জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শহরের কলেজ রোডে আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি এ কর্মসূচির আয়োজন করে। সকাল এগারটায় এই মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের পাশাপাশি শিক্ষক সাংবাদিক ও আইনজীবিরা অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, খান রকিবুল হক দিপু, হোসেন সিরাজ, মাজহারুল হক লিপু, মোখলেছুর রহমান, আব্দুুর রমিম, রুবায়েত ফিরোজ প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, একটি চক্র দেশের সব সৃজনশীল কর্মকান্ড বন্ধ করে দিতে চায়।
তারই ধারাবাহিকতায় জাফর ইকবালের উপর এ নগ্ন হামলা হয়েছে। এ ধরণের হামলা করে প্রগতিশীলতার চর্চাকে বন্ধ করা যাবে না। অবিলম্বে জাফর ইকবালের হামলার পিছনে যারা আছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন বক্তারা।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here