নড়াইলের সিডি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

0
511

ইকবাল হাসান,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ার সিডি( চাচই-ধানাইড়) মাধ্যমিক বিদ্যালয়ের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

জানা গেছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান, জয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সামচুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীরা যেন বিপথগামী না হয় সেদিকে অভিভাবকদের সবসময় নজর রাখতে হবে। সমাপণী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here