আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোফাজ্জল হোসেন (৩৫) নামে এক বাই-সাইকেল আরোহী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরের দিকে উপজেলার বামনডাঙ্গা- রংপুর সড়কের রামদেব গ্রামের (ভাটার মোড়) নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল বাড়ি থেকে বাই-সাইকেলযোগে বামনডাঙ্গা ইউপি কার্যালয়ে যাবার সময় উক্ত স্থানে পৌঁছিলে একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২০-৮২৪৪) পিঁছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই তিনি নিহত হন। মোফাজ্জল পার্শবর্তী সাতগিরি গ্রামের আব্দুস সামাদের ছেলে। খবর পেয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল হক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে- তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক- তাজুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিকে রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরাণী থেকে ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলাপার পালিয়ে গেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।
খবর৭১/এস: