উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ অভিয়ান চালিয়ে ২০০ পিছ ইয়াবাসহ ইকবাল হোসেন (২৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে পোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা চৌরাস্তা সংলগ্ন থেকে ইকবালকে গ্রেফতার করা হয়েছে। সে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম ও নাজমুল হক গোপন সংবাদের ভিত্তিত্বে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা চৌরাস্তা সংলগ্ন থেকে মাদক ব্যবসায়ী ইকবালকে ২০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে বিভিন্ন এলাকায় দির্ঘ দিন ধরে মাদকের পাইকারি ব্যবসা করে আসছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।
খবর৭১/এস: