খবর৭১:পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দেশটির বিশেষ আদালত। পাশাপাশি রাষ্ট্রদ্রোহিতার মামলায় তার সব সম্পতি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তানের সরকারকে আদালত এ নির্দেশ দেয়। চলমান রাষ্ট্রদ্রোহ মামলায় এ নির্দেশ দেওয়া হলো।
পারভেজ মোশাররফের অনুপস্থিতিতে এ নির্দেশ দেওয়া হলো। ২০০৭ সালে পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন পারভেজ মোশাররফ। এ অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়।
বর্তমানে বিদেশে পলাতক থাকায় পারভেজ আদালতে কোনো মামলাতেই হাজির হননি। ফলে তার অনুপস্থিতিতেই বিচারকাজ চলছে।
খবর৭১/জি: