সুনামগঞ্জ-১ আসনে ফসল রক্ষা বাঁধে নজির হোসেন’র পদযাত্রা

0
390

খবর৭১:জামালগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধে দলীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা কর্মসূচী পালন করেছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা নজির হোসেন।

তিনি গত (৭-৮ মার্চ) বুধবার ও বৃহস্পতিবার ২ দিন ব্যাপি সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ,তাহিরপুর, ধরমপাশা, মধ্যনগর) উপজেলার বিভিন্ন হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন।
বৃহস্পতিবার রাতে তিনি জামালগঞ্জ উপজেলায় নেতাকর্মীদের সাথে বৈঠকে মিলিত হন।রেষ্ট হাউজে রাত্রি যাপন করেন।

সুনামগঞ্জ-১ আসনের মাটিয়ান,শর্শার হাওর,চন্দ্রসোনার থাল,হালির হাওর,পাগনার হাওর,শনির হাওর সহ বেশ কিছু হাওরে নেতাকর্মীদের নিয়ে বাঁধের কাজ দেখতে এই কর্মসূচী পালন করেন।

হাওর বাঁচলে কৃষক বাঁচবে।চল চল বাঁধে চল কৃষকের ফসল রক্ষা কর এই শ্লোগান কে সামনে রেখে সাবেক সংসদ সদস্য নজির হোসেন এই ব্যতিক্রম কর্মসূচী পালন করেন।

পদযাত্রা কালে নজির হোসেন বলেন,গেল বছর ফসল রক্ষা বাঁধ দূর্নিতির কারনে কৃষকের ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। এবছর সরকার কোটি কোটি টাকা বরাদ্ধ দিয়ে এই হাওর রক্ষার কাজ বাস্তবায়ন করছে।

পিআইসিতে দলীয়করণ ও প্রকল্পে অধিক বরাদ্ধের বিষয় তুলে ধরেন তিনি।
এসময় তিনি পিআইসি কমিটির প্রতিনিধি ও উপকারভোগী কৃষকদের সাথে কথা বলেন।টেকসই বাঁধ নির্মানের জন্য তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

এবং দ্রুত সময়ে মধ্যে পাউবোর হাওর রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করার অনুরোধ করেন।
তিনি বাঁধের কাজে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহি অফিসারদের কঠোর নজরদারির ভূয়সী প্রসংশা করেন।

এসময় সাথে ছিলেন সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর, জামালগঞ্জ, ধরমপাশা,মধ্যনগর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনে নেতাকর্মী বৃন্দ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here