জগন্নাথপুরে আল জান্নাত ইসলামিক ইনষ্টিটিউটের নবীন বরন অনুষ্টানে প্রতিমন্ত্রী এম এ মান্নান

0
373

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন তথ্য প্রযুক্তির এ যুগে শিক্ষার্থীদের মেধাভিত্তিক শিক্ষার্জনের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের অগ্রনী ভুমিকা রাখার আহবান জানান। তিনি বুধবার বেলা ২টায় জগন্নাথপুর উপজেলার পৌর শহরের ইসহাকপুর আল জান্নাত ইসলামিক ইনষ্টিটিউট’র ফাজিল (ডিগ্রি) প্রথম বর্ষের নবীন বরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিমন্ত্রী ইনস্ট্রিটিউট’র শিক্ষা ক্ষেত্রে সুনাম বয়ে আনছে উল্লেখ করে প্রতিষ্টানটির অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে জগন্নাথপুরে আল জান্নাত ইসলামিক ইনষ্টিটিউট’র প্রতিষ্টাতা খান মো: জয়নাল আবেদীন ও মুনাঈম খানসহ প্রতিষ্টানের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান। তিনি দেশের উন্নয়নে ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী করতে জনগনের প্রতি আহবান জানান। নবীন বরন অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জগন্নাথপুর ডিগ্রি কলেজের এডহক কমিটির সদস্য সিদ্দিক আহমদ। যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আকমল খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আল-জান্নাত ইসলামিক ইনষ্টিটিউট’র প্রতিষ্টাতা অধ্যক্ষ শহিদুল ইসলাম নিজামী। আল-জান্নাত ইসলামিক ইনষ্টিটিউট’র উপাধ্যক্ষ এমদাদ উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক ডা: আছকির খান, ইনষ্টিটিউট’র ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী হোসাইন আহমদ মুন্না, দাখিল পরীক্ষার্থী জামাল আহমদ। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, ইসহাকপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী ছায়াদ খান, সমাজসেবী সোনাঈম খান, হরুপ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী হীরা মিয়া, অনলাইন নিউজ পোর্টাল পিজিপি নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী শাহ নুরুল করিম, যুক্তরাজ্য প্রবাসী আশ্বাদুল করিম, সমাজসেবী ইরা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী হযরত আলী খান মালুম শাহ্, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান মহিম, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, আল জান্নাত ইসলামিক ইনষ্টিটিউট’র প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক জুনায়েদ আহমদ, সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক সৈয়দ মিজানুর রশীদ, মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মাহবুব আলম, সহকারি শিক্ষক ফেরদৌসী বেগম, ফারজানা বেগম, সহকারি মৌলভী সাফায়েত খান পাঠান, জুনিয়র শিক্ষক কয়েছ আহমদ, জুনিয়র মৌলভী ছায়াদ আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক এনামুল খান, পৌর যুবলীগ নেতা শায়েক খান, ছাত্রলীগ নেতা হুমায়ুন খান, তরুন সমাজসেবী সামায়ুন খান, তাজুদ খান, মাহবুবুর রহমান প্রমূখ।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here