বাগেরহাটে আশ্রম প্রঙ্গনে মহানামকীর্ত্তন স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন

0
518

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট সিংগা গ্রামে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রঙ্গনে আয়োজন করা মহানামকীর্ত্তন স্থাগিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ছোট সিংগা গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটির সেবকবৃন্দসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। বুধবার বিকালে মন্দির প্রঙ্গনে এ মানববন্ধনের আয়োজন করা হলে হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ তাতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিষ্ণুপুর ইউনিয়নের ছোট সিংগা গ্রামের মৃত তুষার রায়ের পরিবার দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মন্দির প্রঙ্গনের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু গত ৬ মার্চ ছোটসিংগা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে মন্দির প্রঙ্গনে মহানামকীর্ত্তন এর আয়োজন করা হয়। কিন্তু এলাকার একটি কুচক্রী মহলের প্রচারনায় তুষার রায়ের স্ত্রী চায়না রায়সহ তার পরিবার ওই জমিতে মহানামকীর্ত্তন না করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানায়। এর প্রেক্ষিতে বাগেরহাট পুলিশ প্রশাসন শান্তি শৃংখলা রক্ষার্থে ওই জমিতে মহানামকীর্ত্তন স্থাগিতের নির্দেশ দেয়। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির সেবা আশ্রমের সভাপতি অধির কুমার মজুমদার, সাধারন সম্পাদক উত্তম মজুমদার, মোড়েলগঞ্জ সেবা আশ্রমের অধ্যক্ষ শিব সজল যিশু ঢালি, ফকিরহাট কলকলিয়া সেবা আশ্রমের ভরত মজুমদার, জাতীয় হিন্দু ঐক্য মহাজোটের প্রচার সম্পাদক শরনার্থী মন্ডল, বাগেরহাট সুনাম কমিটির সাধারন সম্পাদক রবিন্দ্রনাথ দেবনাথ, পরিমলেন্দু রায়, অমূল্য কুমার বিশ্বাস, ক্ষিতিস চন্দ্র বালা, পংকজিনি বিশ্বাস, তৃপ্তী রানী মৃধা, শেখালী মন্ডল প্রমুখ
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here