শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক সড়ক দূর্ঘটনায় আহত শিক্ষার্থী মাহেরুল ইসলাম মাসুম (২১) মারা গেছেন। ৬ মার্চ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী পৌরসভার ছিটপাড়া মহল্লার আমিরুল ইসলাম আমিনের ছেলে ও শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি সোমবার নালিতাবাড়ী-নকলা রোডের নয়ানিকান্দা এলাকায় মাসুম মোটরসাইকেল দূর্ঘটনায় গুরতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখার পর অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর ৭১/ ই: