গাজীপুরে কারখানার আগুন ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

0
286

খবর ৭১ঃ গাজীপুর কোনাবাড়ির বিসিক এলাকায় কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড নামের একটি সুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গত রাতে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় আজ সকাল সোয়া আটটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে বিপুল পরিমাণ সুতা, তুলা ও মেশিনারিজ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, রাত দুইটার দিকে কাদের সিনথেটিক ফাইবার্স কারখানার কমপ্যাক্ট স্পিনিং সেকশনের ২য় তলা ভবনের নীচ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, ডিবিএলসহ আশেপাশের এলাকায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনে কারখানার বিপুল পরিমাণ সুতা, তুলা ও মেশিনারিজ পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি। পানির উৎস না থাকায় আগুন নেভাতে সময় বেশি লেগেছে বলে তিনি জানান।

কারখানার শ্রমিকরা জানায়, রাত দুইটায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দমকল কর্মীদের সাথে তারাও আগুন নেভানোর কাজে যোগ দেন।

রাতের পালায় ওই সেকশনের ৩ শ’ শ্রমিক কাজ করতেন। আগুন লাগার পর তাদের সবাই বের হয়ে যেতে সক্ষম হয়।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here