খবর ৭১: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চ এলাকায় ইইই বিভাগের একটি অনুষ্ঠানে অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় আজ সকাল থেকেই উত্তপ্ত রয়েছে ক্যাম্পাস।
সকাল সাড়ে নয়টা থেকে তিন সহস্রাধিক শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা দফায় দফায় বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভ শেষে হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শাবিতে বিক্ষোভ পরবর্তী সমাবেশ চলছে ।
উল্লেখ্য, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে ওই অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। প্রাথমিক অবস্থায় জাফর ইকবালকে শঙ্কামুক্ত মনে করা হলেও উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে দশটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে সিলেট থেকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় হামলাকারী যুবককে সঙ্গে সঙ্গে আটক করে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।