হামলার আগে সেই যুবক জাফর ইকবালের পেছনে দাঁড়ানো ছিল

0
432

খবর৭১: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালকে আগে থেকেই ফলো করছিল সেই যুবক। হামলার আগে ওই যুবক ড. জাফর ইকবালের ঠিক পেছনেই দাঁড়ানো ছিল। শিক্ষার্থীদের সঙ্গে ওই যুবক একেবারে নিশ্চিন্ত মনে দাঁড়ানো ছিল। এ সময় কেউ ভাবতেই পারেনি ওই যুবক কিছুক্ষণ পরে ভয়ংকর হয়ে উঠবে।

ড. জাফর ইকবাল শাবির মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যালে অতিথি ছিলেন। মঞ্চে উঠার ঠিক আগে তিনি দর্শক সারির সামনে সোফায় বসেছিলেন। এ সময় পেছনেই হামলাকারী যুবক দাঁড়িয়ে তাকে ফলো করছিলেন।

ড. জাফর ইকবাল মঞ্চে ওঠার মুহূর্তে ওই যুবক ভয়ংকর হয়ে উঠে। ছুরি নিয়ে হামলা চালায় জাফর ইকবালের ওপর। এ সময় জাফর ইকবালের মাথায় আঘাতের পর শিক্ষার্থীরা ওই যুবককে গণপিটুনি দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়। সন্ধ্যায় তাকে অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যায় পুলিশ। এ সময় শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স ঘিরে বিক্ষোভ করেন।
খবর৭১/জি;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here