বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের ৫৩ তম টি কোর্স এর উদ্ভোধন

0
393

 

এম এ হামিদ, মৌলভীবাজার:
চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের চায়ের উৎপাদন ১৪০ মিলিয়ন কেজিতে উত্তির্ন করতে চা সংশ্লিষ্ট সবাইকে এক যোগে কাজ করতে হবে। শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের ৫৩তম বার্ষিক টি কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মো: ইরফান আলী।
এ সময় তিনি আরো বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলার দক্ষতা অর্জনসহ প্রতিকুলতা মোকাবেলায় চায়ের নতুন নতুন জাত আবিস্কার করতে হবে।

বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান জিএম শিবলী। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রবীণ টি প্লান্টার এম আর খান চা বাগানের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম চৌধুরী ও জেরিন টি এর ম্যানেজার মো. সেলিম রেজা প্রমূখ।

কোর্সে ৩৫ জন অংশ গ্রহনকারী সহকারী ব্যবস্থাপক ছাড়াও বিভিন্ন চা বাগানের আরো প্রায় অর্ধশত সিনিয়র প্লান্টারস উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান জিএম শিবলী বলেন, বাংলাদেশের চা বিশ্ব ব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের অভ্যান্তরিন চাহিদা পুরণ করে রপ্তানীর দিকে নজর দিতে হবে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here