কড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে ছামাদ পরা মানিক (৫৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে তিন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আটকরা হলেন, লাইলী বেগম, ছবিলা বেগম ও শিল্পী খাতুন।
এলাকাবাসী জানিয়েছে, ছামাদ পরা মানিকের সাথে তার স্ত্রী’র ঝগড়া বিবাদ লেগে থাকতো। এর জের ধরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সামাদের স্ত্রী লাইলী বেগম (৪৮) শ্যালক হকে খাঁ (৪৫), হকে খাঁ’র বেয়াই সাবেক মেম্বার নওছেল (৪৮), নওছেল মেম্বারের স্ত্রী সাবেক সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ছবিলা বেগম (৩৮), হকে খাঁর মেয়ে শিল্পী খাতুন (২৮) মারধর করে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় এলাকাবাসী রাতেই লাইলী বেগম, ছবিলা বেগম ও শিল্পী খাতুন আটক করলেও হকে খাঁ ও নওছেল মেম্বার পালিয়ে যায়। নয়ারহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে ঢুষমারা থানার (জলথানা) অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম পাঠানো হয়েছে এবং আটকদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
খবর৭১/এস: