খবর৭১: ক্ষমতাসীন আওয়ামী লীগ ভেঙে যাবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তার দাবি, আওয়ামী লীগের কারণে দেশে গণতন্ত্র নেই এবং এ কারণেই তারা একাট্টা থাকবে না।
সংসদে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘যেই দেশে রডের বদলে বাঁশ দেয়া হয়, বাঁশের বদলে কাঠের খড়ি দিয়ে মঞ্চ করা হয়, আর সেই মঞ্চ ভেঙে যেভাবে তছনছ হয়েছে, তেমনি গণতন্ত্রহীনতার জন্য আওয়ামী লীগও একদিন ভেঙে তছনছ হয়ে যাবে।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নেন ফারুক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ দলের নেতাদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠন।
ফারুক বলেন, ‘বেগম খালেদা জিয়া যখন দেশের গণতন্ত্রহীনতাকে গণতন্ত্রে রূপান্তর করার আন্দোলন শুরু করেছেন, তখনই একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে। আমাদের দাবি বেগম তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
‘এই মুক্তির পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচন হতে হবে সকল দলের অংশগ্রহণে, নিরপেক্ষ ও আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো সেই নীতির মাধ্যমে।’
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার চালানোরও সমালোচনা করা হয় মানববন্ধনে। ফারুক বলেন, ‘ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। আমরা বলেছি একজন সাবেক প্রধানমন্ত্রীকে জেলে রেখে আরেকজন সরকারি টাকা খরচ করে আওয়ামী লীগের ভোট চেয়ে বেড়াচ্ছেন। অবিলম্বে এই আচরণ বন্ধ করতে হবে। কিন্তু সেই দিকে লক্ষ্য নেই।’
কর্মসূচিতে বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘কোন অনৈতিক সরকারের ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না, হতে পারে না। এই সরকারকে একদিন না একদিন বিদায় নিতে হবে।’
‘আজ এক দলীয় শাসন এবং স্বৈরাচারী- এই দুটির সম্মিলনে যে ক্ষমতাসীন চক্র, তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন বেগম খালেদা জিয়া। আর তাই একটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে জেলে থাকতে হচ্ছে।’
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, নিবার্হী কমিটির সদস্য আলমগীর হোসেন, জিনাফের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার, শিক্ষক নেতা সেলিম মিয়া প্রমুখ।
খবর৭১/এস: