তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ

0
345

সেলিম হায়দার :
তালার সুজনশাহা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ইউএনডিপির সহযোগীতায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে সকালে উক্ত অনুষ্ঠানে ইপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র সভাপতি স্বরসতী রানী দাস , অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাস। বাংলাদেশ দলিত পরিষদের কেন্দ্রীয় সভাপতি-উদয় কৃষ্ণ দাস, উপজেলা দলিত ইয়ুথ গ্রুপ সভাপতি মৌসুমী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্রিকেট জারসি,পেনকিলার ,স্টাম্প ফুটবল, ভলিবল সহ ৫০ হাজার টাকার খেলার সামগ্রী বিতরণ করা হয়।

খবর ৭১/ ই :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here